ইন্দোনেশিয়ায় গুহাচিত্রের সন্ধান ৪৪০০০ বছর আগের

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার একটি গুহার দেয়ালে ৪৪ হাজার বছর পূর্বের একটি ছবি পাওয়া গেছে। ছবিটি মানুষের হাতে শিকার হওয়া একটি মহিষের।

গবেষকরা মনে করছেন, এটিই এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সবথেকে পুরোনো প্রাণীর ছবি।
অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্বিকরা সম্প্রতি একটি জার্নালে এ আবিষ্কারের খবর প্রকাশ করেন। এ খবর দিয়েছে বিবিসি।

গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্বিক অ্যাডাম ব্রুম দুই বছর পূর্বে প্রথম এ ছবিটি দেখতে পান। তখন তিনি তার আইফোন দিয়ে এর ছবি তোলেন। তবে এটি বিশ্বের সবথেকে পুরোনো চিত্র নয়।

গত বছর গবেষকরা সাউথ আফ্রিকায় খুঁজে পান ৭৩ হাজার বছর পূর্বের একটি চিত্রকর্ম।

সম্প্রতি আবিষ্কৃত ওই চিত্রকর্মটি পাওয়া গেছে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের লিং বুলুসিপং গুহায়। আকৃতিতে এটি প্রায় ৫ মিটার চওড়া। সেখানে যে ধরণের মহিষের ছবি পাওয়া গেছে সেটি আনোয়া প্রজাতির। এতে যে মানুষের ছবিটি আকা হয়েছে সেটি তুলনামূলক ছোটো ছিলো অনেক।

ব্রুম বলেন, আমি কখনো এমন কিছু দেখি নি। আমরা এই অঞ্চলের শত শত প্রাচীন গুহাচিত্র দেখেছি। তবে এটিই প্রথম একটি শিকারের মুহূর্তের ছবি পাওয়া গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *