মাঠে ভক্ত ঢুকে পড়ায় ক্ষেপে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

অনলাইন ডেস্ক : প্রিয় খেলোয়াড়কে কাছে পেতে মাঠের ভেতর দর্শক ঢুকে পড়া স্বাভাবিক ঘটনা। কিন্তু সবাই এটা সহজভাবে নিতে পারেন না। যেমন ক্রিশ্চিয়ানো রোনালদো। বে এরিনায় ম্যাচ শেষ হতেই এক দর্শক মাঠে নেমে তাকে আলিঙ্গন করে সেলফি তোলার চেষ্টা করেন। শুরুতে পর্তুগিজ তারকা বেশ বিরক্ত হয়ে তাকে ঠেলে সরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে পুলিশ। পরে অবশ্য আরও একজন দর্শক গ্যালারি টপকে মাঠে প্রবেশ করলে রোনালদো তাকে পাশে নিয়ে ছবি তোলেন।

চ্যাম্পিয়ন্স লিগে জার্মানিতে বুধবার জুভেন্তাস ২-০ ব্যবধানে হারায় বেয়ার লেভারকুসেনকে। এই ম্যাচের ৭৫তম মিনিটে প্রথম গোল করেন ৩৪ বছরের রোনালদো। যা তার চ্যাম্পিয়ন্স লিগে ১২৮ নম্বর গোল। যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে জুভেন্তাস ২-০ ব্যবধানে এগিয়ে যায় গঞ্জালো হিগুয়েনের গোলের সৌজন্যে। জুভেন্তাস আগেই শেষ ষোলোয় খেলার যোগ্যতা অর্জন করেছিল। ৬ ম্যাচে ৫টি জয়, একটি ড্র। পয়েন্ট ১৬। ডি গ্রুপের চ্যাম্পিয়নও হয়েছে জুভেন্তাস।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর এটা তৃতীয় গোল। এই মৌসুমের সব ম্যাচ মিলিয়ে ৯ গোল। ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘গোল পেয়ে ভালো লাগছে। দল ছন্দে রয়েছে। তবে মাঠে দর্শক নেমে পড়ার ঘটনায় প্রথমে বিরক্ত হয়েছিলাম। পরে নিজেকে সামলে নিয়েছি। আজ দ্বিতীয়ার্ধে সত্যি আমরা ভালো খেলেছি। ব্যক্তিগত ভাবেও অনেক দিন পরে আমি নিজের খেলায় সন্তুষ্ট। নিজেকে অনেক আত্মবিশ্বাসী মনে হচ্ছে। আশা করি বাকি ম্যাচেও এভাবে খেলে যেতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *