সাবেক ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে ফের মামলা করলেন নেইমার

অনলাইন ডেস্ক : সাবেক ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে ফের মামলা করলেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। এবার তাঁর দাবি, বকেয়া থাকা পারিশ্রমিকের ৩.৫ মিলিয়ন ইউরো নিয়ে।

এ বিষয়ে স্প্যানিশ দৈনিক পত্রিকা এল মুন্দোর প্রতিবেদনে বলা হয়েছে, বার্সায় নিজের শেষ মৌসুমে পারিশ্রমিকের একটা অংশ ক্লাবটির কাছে দাবি করেন নেইমার। চুক্তি অনুযায়ী বার্সা তাঁকে এ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও শর্ত ভঙ্গ করে। আর এ কারণেই নতুন মামলাটি ঠুকেছেন তিনি ।

এদিকে স্পেনের রেডিও ‘ক্যাডেনা সার’কে নেইমারের বাবা জানিয়েছেন, নতুন মামলাটি আগের মামলারই অংশ। সবকিছু ভালোভাবে সুরাহা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরো বলেন, ‘সে ক্লাবটি (বার্সা) ছাড়ার সময়ের দাবি এটি। বার্সা কিংবা আমরা কোনো পক্ষই এ নিয়ে চিন্তিত না। বিষয়টি আমরা সমাধান করব’ নেইমার স্যান্টোস সিনিয়র।

উল্লেখ্য, ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। এরপরই তার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের মামলা করে বার্সেলোনা। এমতাবস্থায় নিজের বকেয়া বোনাস আদায়ের লক্ষ্যে উল্টো বার্সার বিপক্ষে মামলা করেন নেইমারও। এ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর দুই পক্ষই আদালতে যায়। সেই মামলা বিচারধীন থাকতেই আবারো এ মামলা করলেন এই সুপারস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *