Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ব্রিটেনের সাধারণ নির্বাচন : নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বরিস জনসনের কনজারভেটিভ পার্টির জয়

অনলাইন ডেস্ক : ব্রিটেনের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বরিস জনসনের কনজারভেটিভ পার্টি। এ জয়কে ঐতিহাসিক আখ্যা দেয়া হয়েছে কারণ লৌহমানবী হিসেবে খ্যাত মার্গারেট থ্যাচারের শাসনাধীনে ১৯৮৭ সালের পর এটিই কনজারভেটিভদের সেরা জয়।

গতকাল বৃহস্পতিবার ব্রিটেনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে, ২০১৭ সালের ৮ জুন এবং ২০১৫ সালের ৭ মে ভোটগ্রহণ হয়েছিল।
গতকাল ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের মোট ৬৫০টি নির্বাচনী কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

Exit mobile version