ভারতের নাগরিকত্ব আইনের প্রতিবাদে লণ্ডভণ্ড হাওড়ার রেল স্টেশন

অনলাইন ডেস্ক : নাগরিকত্ব আইনের প্রতিবাদে লণ্ডভণ্ড ভারতের উলুবেড়িয়া স্টেশন। বিক্ষোভকারী রাস্তায়-রেল লাইনে আগুন দেয়। স্টেশন তছনছ ও ট্রেন লক্ষ্য করে পাথর বৃষ্টি। বাদ গেল না কিছুই। এছাড়াও টিকিট কাউন্টার থেকে চার লাখ টাকা, আটটি কম্পিউটার ও বিপুল পরিমাণ টিকিটও লুঠ করা হয় বলে অভিযোগও ‍উঠেছে।

শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার উলুবেড়িয়া স্টেশনের কাছে আটকে দেওয়া হয় করমণ্ডল এক্সপ্রেস। একাধিক ট্রেন লক্ষ্য করে শুরু হয় পাথর-বৃষ্টি। টার্গেট করা হয় রেলের কেবিনও। রেললাইনের উপর টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ।
উলুবেড়িয়া স্টেশন দেখলে মনে হবে যেন প্রবল ঝড় বয়ে গিয়েছে। চারিদিক লণ্ডভণ্ড। ভাঙা হয় প্ল্যাটফর্মে বসার জায়গাও। টিকিট কাউন্টার তছনছ। অভিযোগ জিআরপি থানা লক্ষ্য করেও পাথর ছোড়া হয়।

জেলার ৬ নম্বর জাতীয় সড়কের উপর উলুবেড়িয়ার নিমডিঙিতে প্রথমে অবরোধ শুরু হয়। তারপর টায়ার জ্বালিয়ে অবরোধ হয় নরেন্দ্র মোড়ে। থমকে যায় জাতীয় সড়ক। এরই মাঝে উলুবেড়িয়া স্টেশনে অবরোধকারীরা হাজির হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। প্রায় চার ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরে রাত পৌনে আটটা নাগাদ করমণ্ডল এক্সপ্রেস উলুবেড়িয়া ছাড়ে। তখনও সেখানে দাঁড়িয়ে হাওড়া-দিঘা কাণ্ডারি এক্সপ্রেস এবং সাঁতরাগাছি- জব্বলপুর হামসফর এক্সপ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *