সরকারের বদ্ধ দরজায় পতনের কড়া নড়ছে : রুহুল কবির রিজভী

অনলাইন ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, সেই কারণে আসল রহস্য ফাঁস হওয়ার ভয়ে বেগম জিয়ার পরিবারের সদস্যদেরকে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। বেগম জিয়ার প্রতি শেখ হাসিনার আচরণ দেশ-কাল-সভ্যতার পক্ষে কলঙ্কের।

আজ শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী অভিযোগ করে বলেন, যে সরকারপ্রধানের রাজমুকুটে বিরোধী দল ও মতের রহস্যময় অন্তর্ধাণ, গুম ও বিচারবহির্ভূত হত্যা শোভা পায় সেই প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে ধ্বংস করার জন্য মহাসমারোহে কাজ করবে এটাই স্বাভাবিক। যিনি সারা দেশকে দুঃশাসনের দোজখের মধ্যে ঠেলে দিয়েছেন, তার কাছ থেকে কোনো ন্যায়সঙ্গত কাজ আশা করা যায় না।

তিনি বলেন, আসলে উচ্চতর কর্তৃপক্ষ কে? কত উচ্চতায় তিনি অবস্থান করেন? এটি জেল কর্তৃপক্ষ না জানলেও জনগণ তা ভালভাবেই জানে যে, জেল কর্তৃপক্ষের প্রভূরাই উচ্চতর কর্তৃপক্ষ। এই উচ্চতর কর্তৃপক্ষ মূলত ক্ষমতাক্ষুধায় অস্থির প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রিজভী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিহিংসার জ্বালা অনির্বাণ। এই জ্বালা স্তিমিত হওয়ার নয়। কারণ ক্ষমতা হারানোর ভয়ে তার এই জ্বালা দাউদাউ করে জ্বলছে। আর সেজন্যই তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী দেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশেষ করতেই রাষ্ট্রযন্ত্রের সকল অস্ত্রই প্রয়োগ করছেন। তার কারিগরিতেই গত বৃহস্পতিবার বেগম খালেদা জিয়া জামিন পাননি।

তিনি আরো বলেন, গত বৃহস্পতিবার জামিন পেতে বাধা দিয়ে আদালতকে সম্পূর্ণ কব্জায় নিতে পেরে শেখ হাসিনা এটিকে নিজের সাফল্য হিসেবে দেখছেন এবং সেই কারণেই তিনি আরো বেশি উদ্ধত ও অহংকারী হয়ে উঠে আজকে বেগম জিয়ার সাথে তার স্বজনদের সাক্ষাৎ করতে দেননি। কিন্তু যখনই কোনো অবৈধ শাসক নিরঙ্কুশ ক্ষমতার চূড়ান্ত পর্যায়ে ওঠে তখন তাদের হিতাহিত জ্ঞান থাকে না এবং তারা বোঝে না যে, গণেশ যেকোনো মুহূর্তে উল্টে যেতে পারে। বর্তমান সরকারেরও কোনো বৈধতা নেই এবং তাদের বদ্ধ দরজায় পতনের কড়া নড়ছে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, আব্দুল আওয়াল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *