Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

এক বছরে ১৫০ কোটি ডলার আয় পাবজির

অনলাইন ডেস্ক : চলতি বছর চীনের ভিডিও গেইম নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্ট তাদের পাবজি এবং তার নতুন সংস্করণ গেইম ফর পিস থেকে আয় ১৫০ কোটি ডলার ছাড়িয়েছে।

পাবজির আয়ের এই তথ্যটি সেন্সর টাওয়ার নামের একটি গবেষণা ও বিশ্লেষণী প্রতিষ্ঠান জানিয়েছে।

বিশ্বব্যাপী অন্তত ৫৫ কোটি ৫০ লাখ বার পাবজি গেমটি মোবাইলে ডাউনলোড করা হয়েছে। চীনে যখন এই গেমটি পুনরায় গেম ফর পিস নামে অ্যাপ প্লে স্টোরে ছাড়া হয়েছিল তখনই সেখান থেকেই ৬১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার আয় হয়েছে।

পাবজি ডাউনলোডের দিক থেকে প্রথম স্থানে আছে ভারত। দেশটিতে ২১ শতাংশ বা ১১ কোটি ৬০ লাখ বার পাবজি গেমটি ডাউনলোড হয়েছে। চীন আছে দ্বিতীয় অবস্থানে। দেশটিতে ১৯ শতাংশ বা ১০ কোটি ৮০ লাখ ডাউনলোড করা হয়েছে। আর তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। এখানে ৮ শতাংশ বা ৪ কোটি ২০ লাখ বার ডাউনলোড হয়েছে।

অ্যাপ স্টোরগুলোর মধ্যে ডাউনলোডের ক্ষেত্রে গুগল প্লে স্টোর এগিয়ে আছে। এখান থেকে ৩৩ কোটি ৪০ লাখ বার ডাউনলোড করা হয়েছে। যা মোট ডাউনলোডের ৬০ শতাংশ। অন্যদিকে অ্যাপল অ্যাপ স্টোর থেকে ২২ কোটি বার ডাউনলোড করা হয়েছে। যা মোট ডাউনলোডের ৪০ শতাংশ।

এছাড়া গত অক্টোবরে টেনসেন্ট মোবাইলে কল অব ডিউটি গেইমটি উন্মুক্ত করে, যা এ পর্যন্ত ৩ কোটি ৫ লাখ ডলার আয় করেছে।

Exit mobile version