অনলাইন ডেস্ক : ক্লাব পর্যায়ে গোলের সেঞ্চুরি করেছেন ২১ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এই বয়সে লিওলেন মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো কেউই ১০০ গোলের গণ্ডি পেরোতে পারেননি।
২২ বছর ৬ মাস বয়সে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। আর রোনালদো সেই কৃতিত্ব দেখান ২২ বছর ১১ মাস বয়সে। হালের দুই ফুটবল মহাতারকার ১ বছর আগেই এ কীর্তি গড়েছেন এমবাপ্পে। মোনাকোর হয়ে ২৭ গোল করেন তিনি। বর্তমানে পিএসজির হয়ে করে ফেলেছেন ৭৩ গোল
গোলসংখ্যায় মেসি ও রোনালদোকে টেক্কা দেবেন কিলিয়ান এমবাপ্পে। এখন পর্যন্ত যা আভাস তাতে পরিসংখ্যান ফরাসি তারকার পক্ষেই সাফাই গাইছে।