চুয়াডাঙ্গা প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজ প্রদর্শন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় সালাম গ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করে।