
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে উদ্যাপিত হচ্ছে মহান বিজয় দিবস।
১৬ ডিসেম্বর, রবিবার প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।
সকাল ৬টা ৪৫ মিনিটে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে এবং ৭টায় মজমপুর গেটসংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এ ছাড়াও সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ার মিরপুর, দৌলতপুর, ভোড়ামারা, খোকসা ও কুমারখালী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।