Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

খুলনায় মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত

খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীর লবনচরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শরীফুল ইসলাম (২৩) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে লবনচরা থানার সাচিবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফুল ইসলাম খুলনার বটিয়াঘাটা থানার খারাবাদ (রাজবাড়ী) এলাকার আসলাম শেখের ছেলে।

লবনচরা থানার ওসি আবুল খায়ের জানান, রাত ৯টার দিকে শরীফুল মোটরসাইকেল নিয়ে খুলনা শহর থেকে বাড়ি ফিরছিল। সাচিবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী শরীফুল মারা যায়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version