
অনলাইন ডেস্ক : ছবির ক্যাপশনে নেতিবাচক বা আপত্তিকর বার্তা নিয়ন্ত্রণের লক্ষ্যে ‘ক্যাপশন ওয়ার্নিং’ চালু করেছে ইনস্টাগ্রাম। ছবির ক্যাপশনে কোনো ব্যক্তি বা শ্রেণিকে উদ্দেশ্য করে অবাঞ্ছিত বার্তা লিখলেই পোস্ট করা ব্যক্তিকে সতর্ক করে বার্তা পাঠাবে ফিচারটি।
শুধু তা-ই নয়, নতুন ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করতেও বাধ্য করবে। ফলে ইচ্ছা থাকলেও অন্য ব্যবহারকারীদের মনে আঘাত করা যাবে না। ছবি ও ভিডিও বিনিময়ের সেবাটির নতুন এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্যের অ্যান্টিবুলিং প্রচারণা প্রতিষ্ঠান ‘ইউকে চ্যারিটি সাইবারস্মাইল’।
প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ড্যান রেইসবেক জানান, অনলাইন থেকে ক্ষতিকর তথ্য মুছে ফেলার তুলনায় পোস্ট করার আগেই ব্যবহারকারীদের সতর্ক করা বেশি প্রয়োজন।সূত্র:টেলিগ্রাফ