Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কু্ষ্টিয়ার কুমারখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন ধ্বংস

মাহমুদ হাসান, কুমারখালী প্রতিনিধি :  কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গতকাল মঙ্গবার বিকেল ২ টার দিকে পৃথক দুটি অভিযানে যদুবয়রা হাসদিয়া বালুমহলে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনায় অভিযুক্তদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি (কুমারখালী) এম এ মুহাইমিন আল জিহান ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে, আলতাফ মোল্লা (৪৬) পিতা বরকত মোল্লা, মোঃ ফরিদ (৩৪) পিতা মোঃ ফজলুর রহমান, মোঃ আনিস বয়স (২৯) পিতা মোঃ শওকত শেখ, এবং মোঃ শামীম (১৯) পিতা তোফাজ্জলকে জরিমানা ধার্য করেন। এবং উত্তর চাঁদপুর ডাকুয়া নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে স্থানীয় বাসিন্দাদের বসত ভিটা হুমকির মুখে পতিত হওয়ার অপরাধে উল্লেখ্য স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা কালে মেশিন মালিক পালিয়ে গেলে ড্রেজারটি ধ্বংস করা হয়। এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি এম এ মুহাইমিন আল জিহান জানান, জনস্বার্থে এই সকল অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version