অনলাইন ডেস্ক : সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ফের রণক্ষেত্র হয়ে উঠেছে দিল্লির রাজপথ। নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে মঙ্গলবার বিকালে শহরের সিলামপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার জেরে আপাতত সাতটি মেট্রো স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, গত দুই দিনের মতো এদিনও ব্যাপক সংখ্যক লোক এই আইনের প্রতিবাদে সড়কে নেমে আসেন। বিক্ষোভকারীদের সঙ্গে সিলামপুর এলাকায় দিল্লি পুলিশের খণ্ডযুদ্ধ হয়। ঘটনার জেরে বন্ধ করে দেয়া হয়েছে সাতটি মেট্রো স্টেশন।
সংবাদ সংস্থার সূত্রে খবর, দুপুর ১২টার দিকে নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে সিলামপুর এলাকায় দিল্লির রাজপথে নামে কয়েক হাজার সাধারণ মানুষ। এসময় আন্দোলনকারীরা জামিয়ার ছাত্রদের মারপিটের ঘটনায় প্রতিবাদ জানায়।
পুলিশের দাবি, বিক্ষুব্ধ জনতা পুলিশের দিকে ইট ছুড়ে মারে। পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশও। মুহূর্তে পরিস্থিতি ব্যাপক আকার ধারণ করে। একটি স্কুল বাসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। আগুন ধরিয়ে দেয়া হয় একটি পুলিশ ভ্যানে। এসময় লাঠিচার্জ করতে থাকে পুলিশ। এই ঘটনার জেরে দু’জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
গত শুক্রবার থেকে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হয় জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। তবে রবিবার বিক্ষোভকারীরা পথে নামলে তাদের সঙ্গে যোগ দেয় বহু সাধারণ মানুষ। পুলিশ-জনতার খণ্ডযুদ্ধে ধ্বংসাত্মক চেহারা নেয় নয়া দিল্লির নিউফ্রেন্ডস কলোনি। এরপর একের পর এক বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।
ওই দিন রাতে দিল্লি পুলিশ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে ছাত্রদের ওপর লাঠিচার্জ করলে আন্দোলনে নামে গোটা ভারতের শিক্ষার্থীরা।