
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ১১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০১৯, ১২:৪০ এ.এম
ইসলামী ব্যাংক বেনাপোল শাখার উদ্যোগে ৪৮-তম মহান বিজয় দিবস উদযাপন
ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : ইসলামী ব্যাংক বেনাপোল শাখার ও বেনাপোল ব্যাংকার্স ফোরামের সংগঠনের বাংলাদেশ স্বাধীনতার ৪৮-তম মহান বিজয় দিবস উপলক্ষে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা, দোয়ার অনুষ্ঠান ও একটি র্যালি শার্শা বাজার প্রদক্ষিন করে শার্শা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে সমাপ্তি করেন।
সোমবার সকাল সাড়ে ১০ টায় বেনাপোল ইসলামী ব্যাংক বেনাপোল শাখার উদ্যোগে এই বিজয় দিবস উদযাপন হয়েছে।
এ সময় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও বেনাপোল শাখার ব্যবস্থাপক আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়ার প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন্স আব্দুল হান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক তার বক্তব্য বলেন , ইসলামী ব্যাংক কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর ব্যাংক নয়। এ ব্যাংক দল- মত, ধর্ম-বর্ন নির্বিশেষে সকল মানুষের ব্যাংক। ত্রিশ লক্ষ শহীদের আত্নত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ এদেশের সাধারণ মানুষের অর্থৈনিতক মুক্তির লক্ষ্যে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে, সেবার মান বৃদ্ধির পাশাপাশি ফিন্যান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে সকল মানুষের দোর-গড়াই - ব্যাংকের সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আরো বক্তব্য রাখেন, আজিজুর রহমান (এস.পি.ও ), ফিকুল ইসলাম (এস.পি.ও ) ও মোঃ আব্দুর রহিম সিনিয়র অফিসার প্রমুখ।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.