Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

রাজবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

রাজবাড়ী প্রতি‌নিধি : রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চলিক মহাসড়‌কের রাজবাড়ীর কালুখালী‌ উপ‌জেলার গা‌ন্দিমারা দূর্গাপুর এলাকায় দুটি যাত্রীবা‌হী বা‌সের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ৫ জন নিহত হ‌য়ে‌ছেন।

এ ঘটনায় আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতাল ও ফ‌রিদপুর মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে অন্তত ৩০ জনের অ‌ধিক যাত্রী‌কে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

এদের ম‌ধ্যে বেশ ক‌য়েকজ‌নের অবস্থা আশঙ্কাজনক ব‌লে জা‌নি‌য়ে‌ছেন রাজবাড়ী সদর হাসপাতা‌লের জরুরি বিভা‌গের কর্তব্যরত চি‌কিৎসক মা‌নি মণ্ডল।

‌তি‌নি জানান, আশঙ্কাজনক অবস্থায় ২০ জন‌কে ফ‌রিদপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে এবং রাজবাড়ী‌তে ভ‌র্তি র‌য়ে‌ছে ১০ জ‌নের মত। এছাড়া বেশ ক‌য়েকজন চি‌কিৎসা নি‌য়ে বাড়ী ফি‌রে গে‌ছে।

বুধবার বিকাল সা‌ড়ে ৩টার দি‌কে কু‌ষ্টিয়ার কুমারখালী গামী লালন প‌রিবহন ও লোকাল আরিফ এক্সক্লু‌সিভ না‌মের দুই বা‌সের মধ্যে এ দুর্ঘটনা ঘ‌টে‌।

দুর্ঘটনার পর স্থানীয়‌দের সাথে পাংশা হাইও‌য়ে থানা পু‌লিশ ও রাজবাড়ী ফায়ার সা‌র্ভিস ও সি‌ভি ডি‌ফেন্সকর্মীরা উদ্ধার কাজ চালায়।

এ সময় ঘটনাস্থ‌লে ২ জন এবং রাজবাড়ী সদর হাসপাতা‌লে আনার পর ২ জন ও ফ‌রিদপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেবার প‌থে আরো ১ জন মারা যান। নিহত ৫ জ‌নের ম‌ধ্যে ৪ জ‌নের নাম পরিচয় পাওয়া গে‌ছে।

‌নিহতরা হ‌লেন, রাজবাড়ী পাংশা উপ‌জেলার মেঘনা গ্রা‌মের জামান শেখের ছে‌লে মিজান শেখ (২৫), ফরিদপুর গোপালপু‌র মুধুর‌দিয়া গ্রা‌মের আয়ুব আলী মোল্লার ছে‌লে মিন্টু (৩৫), কুষ্টিয়া কুমারখালীর ব‌সি গ্রা‌মের আবুল কা‌সেমের ছে‌লে মিলন (২৭), কুমারখালী মাছ গ্রা‌মের ফরমান মন্ডল। অপর আরেক নিহত ব্যা‌ক্তির নাম প‌রিচয় জানাযায়‌নি।

এদি‌কে হাসপাতা‌লে নিহত ও আহ‌ত‌দের স্বজন‌দের ভীড় ক‌রে আহাজা‌রি কর‌তে দেখা গে‌ছে।

অপরদি‌কে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম আহত ব্যাক্তির‌দের চি‌কিৎসা ও সা‌র্বিক সহ‌যোগীতার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ‌কে নি‌র্দেশ দি‌য়ে‌ছেন এবং শীত নিবার‌ণের জন্য আহত ব্যা‌ক্তি ও তার স্বজন‌দের জন্য ৫০‌টি কম্বল পা‌ঠি‌য়ে‌ছেন।

‌পাংশা হাইও‌য়ে থানার এসআই মোঃ সাঈদুর রহমান জানান, দুর্ঘটনার জন্য মুলত লালন প‌রিবহন দায়ী।

Exit mobile version