যশোর অভয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত তিন

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোর অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন ছিলেন মোটরসাইকেল আরোহী। বুধবার বিকেলে যশোর-খুলনা মহাসড়কে পৃথক এ দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় একটি বাস ও একটি ট্রাক আটক করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চালককে।

সূত্র জানায়, বুধবার বিকেল আনুমানিক ৫ টায় যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ এলাকায় একটি মোটরসাইকেল (যশোর- ল- ১৩- ০১৩৯) দুর্ঘটনার শিকার হয়। খুলনাগামী যাত্রীবাহী বাস রূপসা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৮১৫০) মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনজন আরোহি রাস্তায় ছিটকে পড়েন। তাদের মধ্যে মনিরামপুর উপজেলার আঠারপাকিয়া গ্রামের শরিফুল ইসলাম (২৭) ও সুজাত (৩০) ঘটনাস্থলে নিহত হন। জসিম (৩০) নামে গুরুতর জখম একজনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে দুপুরে নওয়াপাড়া বাজার সংলগ্ন আকিজ জুট মিলের সামনে একটি দুর্ঘটনা ঘটে। যশোর-খুলনা মহাসড়কে একটি ট্রাক চাপা দেয় নির্মাণ শ্রমিক জামাল হোসেনকে (৪৪)। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের সিগন্যাল ম্যান হিসেবে কাজ করতেন জামাল। এ ঘটনায় দায়ী যশোরগামী ট্রাক (যশোর- ট- ১১-৪৯৫০) আটক করা হয়েছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বাস ও ট্রাক আটক করা হয়েছে। ট্রাকের চালক নওয়াপাড়া গ্রামের আব্দুল করিমকে (৬২) গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *