কাতার বিশ্বকাপ ২০২২ বাছাইপর্বের সময়সূচি ঘোষণা

অনলাইন ডেস্ক : কাতার বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্বের সময়সূচি ঘোষণা করা হয়েছে। সর্বমোট ১০টি দলের অংশগ্রহণে এবারও মাঠে গড়াবে এই আকর্ষণীয় বাছাইপর্ব!

গতকাল মঙ্গলবার কাতার বিশ্বকাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে বলিভিয়া। আর এ ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারবেন মেসি। তবে কোপা আমেরিকার সর্বশেষ ম্যাচে লাল কার্ড দেখায় একটি ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে এই ক্ষুদে তারকাকে।

এদিকে তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ বাছাইয়ের যাত্রা শুরু করবে ব্রাজিল। প্রথম রাউন্ডে বলিভিয়ার পর দ্বিতীয় রাউন্ডে পেরুর বিপক্ষে খেলবে তারা।

অপরদিকে প্রথম রাউন্ডের সবচেয়ে বড় ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে এবং চিলি। এই অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় লড়াই হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। তারা মুখোমুখি হবে অক্টোবরে ৬ষ্ঠ রাউন্ডের খেলায়।

এছাড়া দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে ৪টি দল। ৫ম স্থান অর্জনকারী দল খেলবে প্লে-অফ। প্রত্যেক দলই একে-অপরের বিপক্ষে হোম এবং এওয়ে ভিত্তিতে সর্বমোট ১৮টি ম্যাচে মাঠে নামবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *