অনলাইন ডেস্ক : সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, রাজাকারের তালিকায় ভুল-ত্রুটি নিয়ে ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। দ্রুত ভুল সংশোধন করে রাজাকারের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে দলের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান। প্রসঙ্গত রবিবার ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকা তালিকাটি প্রকাশ করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।
ওবায়দুল কাদের আরও জানান, আগামী ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সম্মেলন সর্ববৃহৎ হবে। এ সম্মেলনের মাধ্যমে নবীন ও প্রবীণের সমন্বয় ঘটানো হবে।সারাদেশে শুরু হওয়া শুদ্ধি অভিযানের সঙ্গে সঙ্গতি রেখেই দলের নেতৃত্ব ঠিক করা হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের পেছনে থাকব। তিনি যাকে যে দায়িত্ব দেবেন, তা মেনে নিতে হবে।