পণ্যের পাটজাত মোড়ক ব্যবহার না করায় ভেড়ামারায় ৩ দোকানিকে জরিমানা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : পণ্যে পাটজাত মোড়ক না থাকায় কুষ্টিয়ার ভেড়ামারা রেলবাজার ও কলেজ বাজার এলাকায় ৩ দোকানিকে মোট ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না তাসনীম পরিচালিত আদালত এ অর্থদন্ডাদেশ দেন। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৪ ধারা অনুযায়ী রেলবাজার এলাকার মহিদুলকে ৫শত টাকা, কলেজ বাজার এলাকার হামিদুলকে ৫শত টাকা ও দেলোয়ার হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পাট উন্নয়ন সহকারী মোঃ বেলাল হোসেন, কলেজ বাজারের উপদেষ্টা মোঃ আমিনুল ইসলাম খোকন, সাংবাদিক আল-মাহাদী, জাহিদ হাসানসহ ভেড়ামারা থানা পুলিশ উপস্থিত ছিলেন। এসময় তামান্না তাসনীম বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক পাটজাত পণ্য ব্যবহারে অভিযান শুরু হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *