ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : পণ্যে পাটজাত মোড়ক না থাকায় কুষ্টিয়ার ভেড়ামারা রেলবাজার ও কলেজ বাজার এলাকায় ৩ দোকানিকে মোট ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না তাসনীম পরিচালিত আদালত এ অর্থদন্ডাদেশ দেন। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৪ ধারা অনুযায়ী রেলবাজার এলাকার মহিদুলকে ৫শত টাকা, কলেজ বাজার এলাকার হামিদুলকে ৫শত টাকা ও দেলোয়ার হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পাট উন্নয়ন সহকারী মোঃ বেলাল হোসেন, কলেজ বাজারের উপদেষ্টা মোঃ আমিনুল ইসলাম খোকন, সাংবাদিক আল-মাহাদী, জাহিদ হাসানসহ ভেড়ামারা থানা পুলিশ উপস্থিত ছিলেন। এসময় তামান্না তাসনীম বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক পাটজাত পণ্য ব্যবহারে অভিযান শুরু হয়েছে। এ অভিযান চলমান থাকবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.