নাটোরের গুরুদাসপুরে প্রতারণার অভিযোগে গ্রেফতার ২

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ইমরান আলী ওরফে বাবু (২৪) ও রেবেকা খাতুন (২৭)।

সিংড়া সার্কেলের সহকারি পুলিশ সুপার জামিল আকতার জানান, প্রতারণার শিকার একজন যুবক থানায় অভিযোগ করলে আমরা বিষয়টি নিয়ে তদন্তে নামি। তদন্তে আমরা দেখতে পাই অভিযুক্ত নারী মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর সুকৌশলে তাদেরকে ঘরে নিয়ে এসে আপত্তিকর অবস্থায় কিছু ছবি তুলে এবং এর বিনিময়ে মোটা অংকের টাকা দাবি করে। ভুক্তভোগীরা বেশিরভাগ সময় সামাজিক মর্যাদা রক্ষার স্বার্থে অর্থ লেনদেন করে বিষয়টির সমাধান করেন এবং গোপন রাখেন।
গত ১৬ ডিসেম্বর রাতে একজন ভুক্তভোগী তার সাথে দেখা করতে গেলে ইমরান আলী ও সুরুজ আলী তাদেরকে গৃহবন্দি করে। এরপর তাদের আপত্তিকর ছবি তুলতে বাধ্য করে। তাৎক্ষণিক ভুক্তভোগীর কাছে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা হাতিয়ে নেয়। আরো মোটা অংকের টাকা দাবি করে এবং দাবি না মানলে ধারণকৃত ছবি ছড়িয়ে দেবে বলে ব্ল্যাকমেইল করে। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় এবং এদের বিকাশের ট্রানজেকশন পর্যালোচনা করে আমরা আসামিদের পরিচয় নিশ্চিত করতে সক্ষম হই। এরপর অভিযান পরিচালনা করে ইমরানকে গ্রেফতার করতে সক্ষম হই। তার দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে রেবেকা খাতুনকে গ্রেফতার করি। এরা একটা সঙ্গবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এর ৮ (১) ও ৮ (২) ধারায় মামলা রুজু করা হয়েছে। দুইজনই বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *