সরকারি নির্দেশেই ভারতের দিল্লিতে মোবাইল পরিষেবা বন্ধ

অনলাইন ডেস্ক : নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল ভারত। এদিকে, সরকারি নির্দেশে দিল্লির কয়েকটি জায়গায় মোবাইল ইন্টারনেট, ভয়েস কল ও এসএমএস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারটেল কর্তৃপক্ষ।

যারা মোবাইল নেটওয়ার্ক কাজ না করার জন্য অভিযোগ জানিয়েছেন, তাদেরকে ভারতীয় এয়ারটেলের পক্ষ থেকে এ কথাই জানানো হয়েছে।
মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না বলে অভিযোগকারীদের টুইটের উত্তরে এয়ারটেলের কাস্টমার কেয়ার বিভাগ থেকে জানানো হয়, ‘সরকারি কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আপনার এলাকায় ভয়েস কল, ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সরকারি নির্দেশ উঠে গেলেই আবার পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। এ অসুবিধের জন্য আমরা দুঃখিত।’ পরে অবশ্য এই ‍টুইটগুলো মুছে ফেলা হয়।

উত্তরপূর্ব দিল্লির সীলামপুর এবং ব্রিজপুরীতে গত কয়েকদিনে নাগরিকত্ব বিলের প্রতিবাদে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দিল্লির আইটিও এবং উত্তর-পূর্ব দিল্লিতে মোবাইল পরিষেবা বিঘ্নিত। সূত্র: এইসময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *