বিনোদন ডেস্ক : পরনে লাল পাড় সাদা শাড়ি, হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর, কানে ঝুমকো, এক্কেবারে বাঙালি ট্রাডিশনাল পোশাকে ধরা দিলেন বিপাশা বসু। বাঙালি সাজে নিজের এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিপাশা।
ছবিতে বিপাশার সঙ্গে দেখা গেছে তাঁর মা মমতা বসুকেও। তাঁকেও মেশে বিপাশার সঙ্গে মিলিয়ে একই পোশাকে সেজে উঠতে দেখা গেছে। বাড়িতে পুজো উপলক্ষেই যে নিজেকে এবং মাকে এভাবে চিরাচরিত বাঙালি সাজে সাজিয়ে তুলেছিলেন, সেকথা বিপাশার ইনস্টাগ্রাম পোস্ট থেকেই জানা যাচ্ছে।
তবে অবশ্য এই প্রথম নয়। এর আগেও বাড়ির কোনও অনুষ্ঠান কিংবা বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর সময়ও বিপাশাকে বাঙালি সাজে সেজে উঠতে দেখা যায়। এবছর দশমীর দিনও বিপাশাকে ঠিক একই ভাবে সেজে উঠতে দেখা গিয়েছিল। জিনিউজ