Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভূমিকম্পের আগেই সতর্ক করল অ্যাপ

অনলাইন ডেস্ক : ভূমিকম্প আঘাত হানার আগেই শনাক্ত করে সতর্ক বার্তা পাঠিয়েছে ‘মাইশেক’। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আঘাত হানে ৪.৩ মাত্রার ভূমিকম্প। স্থানীয় সময় সাড়ে ১০টার সময় ভূমিকম্প হলেও ৮.৭ সেকেন্ড আগেই ব্যবহারকারীদের কাছে বার্তা পাঠিয়ে সতর্ক করেছে অ্যাপটি। অক্টোবরে যাত্রা শুরুর পর এবারই প্রথম সম্ভাব্য ভূমিকম্প সম্পর্কে অগ্রিম তথ্য জানালো ‘মাইশেক’।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি অ্যাপটি সেন্সর প্রযুক্তি কাজে লাগিয়ে তথ্য সংগ্রহ করে থাকে।

উল্লেখ্য, ভূমিকম্পের পরে আঘাত হানা ছোট ছোট ভূমিকম্প বা আফটারশক সম্পর্কে অগ্রিম তথ্য জানতে একসঙ্গে কাজ করছে গুগল ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

সূত্র : ম্যাশেবল

Exit mobile version