বিনোদন ডেস্ক : আজই মুক্তি পেয়েছে দাবাং ৩। বলিউড ভাইজানের ভক্তরা ভারতের চার হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে সকাল থেকেই লাইন দিয়েছেন। মর্নিং শো থেকে শুরু করে এখন পর্যন্ত চলা সবকটি শোই হাউজফুল। তবে দুঃখের বিষয় হচ্ছে মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মাথায় ইন্টারনেটে ফাঁস হয়েছে সিনেমাটি।
জানা গেছে, একটি ওয়েব সাইটের মাধ্যমে অনলাইনে ফাঁস হয়েছে দাবাং ৩। ফলে এর প্রভাব যে বক্স অফিসে খানিক হলেও পড়বে এই বিষয়ে একটু চিন্তাতেই রয়েছে প্রযোজনা সংস্থা। কিন্তু সলমানের উপর এবং সর্বোপরি ভক্তদের উপর তাদের ভরসা রয়েছে। প্রেক্ষাগৃহ ভরাতে ভক্তরা যে তাদের নিরাশ করবেন না এ বিষয়ে তারা একশো শতাংশ নিশ্চিত।
ভারতীয় গণমাধ্যম বলছে, ‘যদিও খাতা-কলমে এই ছবি দাবাং ফ্রাঞ্চাইজের তৃতীয় ছবি, তবু এই ছবিকে সিক্যুয়েল না বলে প্রিক্যুয়েল বলাই ভালো। এই ছবির হাত ধরেই দর্শক ফিরে যান চুলবুল পান্ডের অতীতে। পর্দায় ফুটে ওঠে অতীতের শত্রুদের সঙ্গে চুলবুলের লড়াই। অতিরিক্ত গানের ভারে সিনেমার গতি খানিক শ্লথ হয়েছে, কিন্তু চুলবুল পাণ্ডে আপনাকে আনন্দ দেবেই।সূত্র:এইসময়।