বিজিবির দুস্থ ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ

অনলাইন ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে পিলখানার পার্শ্ববর্তী মাদ্রাসা/এতিমখানার দুস্থ ও এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার ও কম্বল দিয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির জন সংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি’র কর্মকাণ্ড সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ এবং বিজিবি’র কর্মকাণ্ডের সাথে জনসাধারণকে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিভিন্ন ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে থাকে।

এরই ধারাবাহিকতায় বিজিবি দিবস উদযাপনের অংশ হিসেবে আজ দুপুরে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম পিলখানার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মাদ্রাসা/এতিমখানার আনুমানিক ১৫০০ জন দুস্থ ও এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার ও কম্বল বিতরণ করেন।

বিজিবি মহা-পরিচালক দুস্থ ও এতিম শিশুদের যেকোন প্রয়োজনে এবং সার্বিক কল্যাণে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এ সময় বিজিবি’র উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, পিলখানার পার্শ্ববর্তী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *