ভারতের কলকাতায় নাগরিকত্ব আইন বিরোধী মিছিলে ছাত্রদের ঢল

অনলাইন ডেস্ক : ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে কলকাতার রাস্তায় এবার ঢেউ তুললেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শহীদ মিনার থেকে মিছিলের অভিমুখ মুরলিধর সেন লেনের বিজেপি দফতরের দিকে ছিল।

গোলমালের আশঙ্কায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল। সিএএ আইন বাতিলের দাবিতে যাদবপুর, প্রেসিডেন্সি, এসআরএফটিআই, আলিয়া, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিছিলে অংশ নেন। প্রথমে ঠিক ছিল, শহীদ মিনার থেকে মিছিলটি মহাজাতি সদন পর্যন্ত যাবে। কিন্তু শহীদ মিনারে জমায়েতের পর শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেন, মিছিল যাবে বিজেপি দপ্তর পর্যন্ত।

শত শত শিক্ষার্থী মিছিলে অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেন না যায়, সে কারণে পুলিশের কড়া নজরদারিও রয়েছে। শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে সংশোধিত নাগরিকত্ব আইন বাতিল করতে হবে।

বাম, কংগ্রেস এবং তৃণমূল পথে নেমে নাগরিকত্ব আইনের বিরোধিতা করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টানা তিন দিন ধরে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করেছেন। অভিনেত্রী-চিত্র পরিচালক অপর্ণ সেন, নাট্যব্যক্তিত্ব কৌশিক সেনসহ বিশিষ্টজনরাও প্রতিবাদে পথে নেমেছেন। এবার শিক্ষার্থীদের প্রতিবাদের জেরে কলকাতায় সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন নতুন মাত্রা যোগ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *