বিনোদন ডেস্ক : ২০০০ সালে বলিউডে পা রেখেছিলেন। তারপর বলিউডে ১৯ বছর পার করে ফেলেছেন কারিনা কাপুর খান। বর্তমানে তিনি বলিউড মেগাস্টার। ক্যামেরার সামনে করিনা কতটা সাবলীল তা নিয়ে এখন অবশ্য নতুন করে কিছুই বলার নেই। তবে ক্যারিয়ারের শুরুতে কেমন ছিলেন করিনা? সম্প্রতি প্রকাশ্যে এসেছে কারিনার ক্যারিয়ারের শুরুর দিকে একটি সাক্ষাৎকার।
২০০০ সালে মুক্তি পায় কারিনা কাপুরের প্রথম ছবি ‘রিফিউজি’। ছবিতে করিনার বিপরীতে দেখা যায় অভিষেক বচ্চনকে। ছবি মুক্তির সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হতে হয়েছিল কারিনা ও অভিষেক বচ্চনকে। তবে সেসময় কারিনা কিন্তু ছিল এক্কেবারেই অন্যরকম।
সম্প্রতি জনপ্রিয় সংবাদমাধ্যমের একটি ভিডিওর মাধ্যমে সামনে এসেছে কারিনার সেই পুরনো ভিডিও। যেখানে দেখা গেছে লাজুক কারিনা কাপুরকে। যার সঙ্গে আজকের কারিনাকে হয়ত অনেকেই মেলাতে পারবেন না।
প্রসঙ্গত, অক্ষয়ের বিপরীতে ‘গুড নিউজ’ ছবিতে দেখা যাবে কারিনা কাপুর খানকে। আবার আমিরের বিপরীতে ‘লাল সিং চাড্ডা’তেও দেখা যাবে বেবোকে। জিনিউজ