Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

লিভারপুলের ফিরমিনো প্রশংসায় ভাসছেন

অনলাইন ডেস্ক : ফাইনালে ফ্লামেঙ্গোকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে লিভারপুল। আর এই ফাইনালে দলকে জেতানোর ক্ষেত্রে একমাত্র জয়সূচক গোলটি করেন রবের্তো ফিরমিনো। তাই প্রশংসায় ভাসছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

গতকাল শনিবার দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ম্যাচে ১-০ গোলে জিতে লিভারপুল।

ফিরমিনোর প্রশংসায় পঞ্চমুখ লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের মতে, খেলার আগে টুর্নামেন্টের গুরুত্ব তার কাছে কতটা এ নিয়ে কথা হয়েছে। শুধু তার কাছেই নয়, দক্ষিণ আমেরিকার মানুষের কাছে, বিশেষ করে ব্রাজিলিয়ান মানুষের কাছে এর গুরুত্ব অনেক। সে গোলটি করায় তার জন্য অসম্ভব আনন্দিত।

দলটির গোলকিপার ও সতীর্থ আলিসন বলেন, দলের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ- আমরা জানি, সেও জানে। তাই তাকে আমরা সেভাবেই মূল্যায়ন করে থাকি। আমার মনে হয় আমাদের মাঝে সে অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।

আলিসনের মতে, ও শুধু স্কোরই করে না, অ্যাসিস্টও করে থাকে। পেছনে থেকে ভূমিকা রেখে থাকে। সে যথেষ্ট সহায়তা করে, পার্থক্য গড়ে দেয়।

Exit mobile version