Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভারতে পর্বতারোহণে বাংলাদেশি-পাকিস্তানদের জন্য বিধি-নিষেধ

অনলাইন ডেস্ক : ভারতে অবস্থিত কোনো পাহাড়ের চূড়ায় ওঠা কিংবা ট্রেকিং এর ক্ষেত্রে এবার বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও চীনের পর্বতারোহীদের আগাম অনুমতি নিতে হবে। ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন (আইএমএফ) এর পক্ষ থেকে ঠিক করে দেওয়া নির্দিষ্ট পথেই পাহাড়ে উঠতে হবে তাদের। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সম্পর্কিত এক নির্দেশিকা জারি করা হয়েছে।

৭০ বছরের পুরনো ‘ফরেইনার্স (অ্যামেন্ডমেন্ট) অর্ডার ২০২৯’ অনুযায়ী-বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও চীন-এই চারটি দেশের কোনো নাগরিক বা বংশোদ্ভূত ব্যক্তিকে-পর্বতারোহণ কিংবা ট্রেকিং এর জন্য ব্যবহারের অনুমতি নেই, এমনটি ব্যতীত-ভারতের কোন পাহাড়ের চূড়ায় পর্বতারোহন কিংবা ট্রেকিং ওঠার ক্ষেত্রে আগাম অনুমতি নিতে হবে।
মন্ত্রণালয় আরো জানিয়েছে ওই পাহাড়ে ওঠার ক্ষেত্রে নির্দিষ্ট পথ ঠিক করে দেবে আইএমএফ এবং এক্ষেত্রে একজন লিয়াজোঁ অফিসার নিয়োগ করা হবে। জারি করা হবে বেশ কিছু বিধিনিষেধ।

অতীতে গোটা ভারতে ১৩৭ টি চূড়া পর্বতারোহীদের জন্য খোলা ছিল-যার মধ্যে অন্যতম সিকিমের কাঞ্চনজঙ্ঘা ও নেপাল চূড়া, উত্তরাখণ্ডের গরুর পর্বত ও পূর্বি দুনাগীরি, জম্মু-কাশ্মীরের মাউন্ট কৈলাস এবং হিমাচল প্রদেশের মুলকিয়া পর্বত।

নির্দেশিকায় বলা হয়েছে সরকারের থেকে আগাম অনুমতি কিংবা কেন্দ্রীয় সরকারকে চিঠি না দিয়ে বিদেশি কোনো ব্যক্তি বা কোনো বিদেশি গ্রুপ-পর্বতারোহণ কিংবা ট্রেকিং এর জন্য ব্যবহার করা হয় এমন পর্বতমালা ছাড়া ভারতের কোন পর্বতমালায় উঠতে কিংবা ওঠার চেষ্টা করতে পারবেন না।

Exit mobile version