সৃজিতের দুই ছবি ঢাকায়

বিনোদন ডেস্ক : ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জীর দুটি ছবি। এগুলো হল ‘ভিঞ্চি দা’ এবং ‘শাহজাহান রিজেন্সি’।

১১ জানুয়ারির থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিতত্র উৎসব-২০২০। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। যেখানে আটটি বিভাগে দেখানো হবে বিশ্বের নামি দামি নির্মাতার বহু চলচ্চিত্র। এরমধ্যে ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে স্থান করে নিয়েছে সৃজিত মুখার্জীর আলোচিত এই দুই ছবি।

সাহিত্যিক শংকরের রচিত ‘চৌরঙ্গী’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। যদিও কয়েক দশক আগে ‘চৌরঙ্গী’ নামে একটি সিনেমা তৈরি করেছিলেন পিনাকীভূষণ মুখোপাধ্যায়। সেখানে বিখ্যাত চরিত্র ‘স্যাটা বোসের’ ভূমিকায় দেখা গিয়েছিল উত্তম কুমারকে। সেই ছবির ঠিক ৫১ বছর পর কিছুটা ভিন্নভাবে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দর্শকদের সামনে সৃজিত উপস্থাপনা করেন ‘শাজাহান রিজেন্সি’।এই ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য, স্বস্তিকা মুখোপাধ্যায়, অঞ্জন দত্ত, ঋত্বিকা সেনের মতো অভিনেতারা। এদিকে থ্রিলারধর্মী ‘ভিঞ্চি দা’ ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল, অর্নিবাণ ভট্টাচার্য ও সোহিনী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *