নাগরিকত্ব আইন মুসলমানদের তাড়াতে নয় : নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক : ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) পক্ষেই সাফাই গাইলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানী নয়া দিল্লিতে এক জনসভায় তিনি দাবি করেন, এ আইনটি মুসলমানদের বিরুদ্ধে নয়, বরং ধর্মের কারণে পার্শ্ববর্তী তিন দেশে প্রতারিত শরণার্থীদের জন্যই এটি করা হয়েছে।

কাগজে কলমে দিল্লির মঞ্চটা ছিল বিজেপির নির্বাচনী জনসভা। সেই মঞ্চই কার্যত হয়ে উঠল সিএএ এবং এনআরসি নিয়ে দেশবাসীর উদ্দেশে নরেন্দ্র মোদির ভাষণস্থল। এই দুই বিষয় নিয়ে দেশজোড়া বিক্ষোভের মুখে দাঁড়িয়ে মোদির আশ্বাস- হিন্দু হোক বা মুসলিম, দেশের কোনো নাগরিকের জীবনেই প্রভাব পড়বে না। সেই সঙ্গে উল্লেখ করলেন ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যের কাঠামোর কথা। পাশাপাশি, সিএএ-এনআরসি নিয়ে মমতাসহ বিরোধীদের তীব্র আক্রমণ করলেন মোদি।
রবিবার দিল্লি রামলীলা ময়দানে বিজেপির নির্বাচনী জনসভায় ভাষণে মোদি তুলে ধরলেন নতুন স্লোগান, ‘বৈচিত্রের মধ্যে ঐক্যই ভারতের বিশেষত্ব।’ সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর পাশ হওয়ার বহু আগে থেকেই যে বিশেষত্ব উপেক্ষা করার অভিযোগ উঠেছে তার সরকারের বিরুদ্ধে, তাকেই উল্লেখ করে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সাথে তার দাবি, এই আইনের ফলে দেশের ১৩০ কোটি ভারতবাসীর জীবনে কোনো প্রভাব পড়বে না, তা সে সংখ্যাগুরু হোক বা সংখ্যালঘু।

তার কথায়, ‘সংশোধিত নাগরিকত্ব আইন কারো নাগরিকত্ব ছিনিয়ে নেয়ার জন্য নয়। দেশের কোনো মুসলমানকে তাড়াতে এই আইন নয়। যে শরণার্থীরা আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ ধর্মের কারণে প্রতারিত এই আইন তাদের জন্য। এই আইন সেসব শরণার্থীদের জন্য যারা বহু বছর এ দেশে রয়েছেন।

সভায় মোদি একই সঙ্গে মনে করিয়ে দিলেন, ভারতের জনগণের একটা বৃহদাংশই তাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন। সংসদেও বহুমতে ভোটে পাশ হয়েছে সিএএ এবং এনআরসি। সেই মতকে সম্মান জানানোর কথা বলেছেন তিনি। বিরোধীদের উদ্দেশে তার পরামর্শ, আপনারা যদি জনমতকে অগ্রাহ্য করেন, তবে মোদির কুশপুতুল পোড়ান। কিন্তু দেশের সম্পত্তি পোড়াবেন না। তা নষ্ট করবেন না।’সূত্র:আনন্দবাজারপত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *