Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় বেড়েছে শীতের তীব্রতা, বিপর্যস্থ জনজীবন

কুষ্টিয়া প্রতিনিধি : সারাদেশের ন্যায় কুষ্টিয়ায় শীতের তীব্রতা বিরাজ করেছে। ঘনকুয়াশার কারণে সারাদিন সূর্যের মুখ দেখা মেলিনি । সেইসাথে বয়ে যাওয়া হিমেল বাতাসে শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে কর্মজীবী, শ্রমজীবী , দরীদ্র ও নিম্নআয়ের মানুষগুলোর দূর্ভোগও বেড়েছে কয়েকগুণ বেশি। নিজেদের ভোগান্তির পাশাপাশি গোবাদি পশু নিয়ে বাড়তি দুঃচিন্তায় পড়েছেন তারা । শিশু বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিমোনিয়া সহ শীতজনিত নানান রোগে । এদিকে তীব্র শীতের সাথে যুদ্ধ করে জীবন ধারন করতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারন করছে বৃদ্ধ শিশু সহ অনেকে । প্রচন্ড শীত থেকে রক্ষা করতে গোবাদি পশুগুলোকে ঢেকে রাখা হচ্ছে চটের ছালা দিয়ে। অনেক বেলা অবদি হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে চলছে যানবাহন । এদিকে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে হাসপাতালে বাড়ছে শীতাক্রান্ত রোগী, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা। তাদের সেবা দিতে চিকিৎসক ও সেবিকাদের রীতিমত হিমশিম খেতে হচ্ছে।এবিষয়ে কুমারখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, শনিবার জেলার তাপমাত্রা ১২ দশমিক শূণ্য দুই ডিগ্রী যা গতকালের চেয়ে এক দশমিক ডিগ্রী বেশি। তিনি আরো জানান, আগামী ৭২ ঘন্টার মধ্যে তাপমাত্রা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Exit mobile version