ভারতের পরবর্তী পররাষ্ট্র সচিব হচ্ছেন হর্ষবর্ধন শ্রিংলা

অনলাইন ডেস্ক : বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা দেশটির পরবর্তী পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন।

সোমবার (২৩) ডিসেম্বর রাতে ভারতের গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আগামী মাসে তিনি সচিবের দায়িত্ব নেবেন। কূটনীতিক হর্ষবর্ধন শ্রিংলা ১৯৮৪ সালে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি নয়াদিল্লি ও বিদেশে ভারতীয় দূতাবাসের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন।

হর্ষবর্ধন বাংলাদেশে হাইকমিশনার এবং থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ফ্রান্স, আমেরিকা, ভিয়েতনাম, ইসরাইল ও দক্ষিণ আফ্রিকায় জাতিসংঘের ভারতের স্থায়ী মিশনের দায়িত্বে ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *