ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : মঙ্গলবার সন্ধ্যা ৬.৩০ মিনিটের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলার কর্মকর্তাদের নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহেল মারুফ মহোদয়।
সেই সুত্র ধরে ভেড়ামারা পৌরসভার মধ্যবাজার এলাকার এন,এস,হোমিও হল হোমিওপ্যাথিক ডাক্তার খানায় অভিযান চালান। অভিযানে হোমিওপ্যাথিক ঔষধ বিক্রির দোকান অথচ হোমিওপ্যাথিক ঔষধের পরিবর্তে দোকান ভর্তি এলকোহল পাওয়া যায়। এলকোহলের পরিমাণ ৯০%v/v. মেয়াদ প্রযোজ্য নয় লেখা আছে। উদ্ধার করা হয় ১২১ প্যাকেট এলকোহল, যার পরিমাণ ১২*৩০=৩৬০ ml * ১২১=৪৩.৫৬ লিটার।
উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহেল মারুফ বলেন- ঔষধের নামে এমন মাদক বিক্রয় অত্যন্ত ঘৃণিত অপরাধ। তিনি বলেন-কুষ্টিয়াতে কয়েকদিন আগে এমন মাদক সেবনে ৩ জনের মৃত্যু হয়েছে।
উক্ত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক অবৈধভাবে মাদক জাতীয় দ্রব্য সংরক্ষণ করার অপরাধে খন্দকার জাহাঙ্গীর হোসেন(৫০), পিতা-মৃত হারেস উদ্দীন খন্দকার, হিড়িমদিয়া, চাঁদগ্রাম ইউনিয়ন। কে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০(এক হাজার) অর্থদণ্ড প্রদান করা হয়।উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।