অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ককটেল, ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ যশোর। আজ মঙ্গলবার রাতে অভয়নগর থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সরদারপাড়াস্থ নওয়াপাড়া মডেল কলেজ মোড় এলাকার মৃত হাজী আব্দুল বারিক শেখের ছেলে তরিকুল ইসলাম ও একই এলাকার মৃত শাহ আলম খন্দকারের ছেলে মিজানুর রহমান।
যশোর র্যাব-৬ সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে উপজেলার নওয়াপাড়া গ্রামের সরদারপাড়াস্থ নওয়াপাড়া মডেল কলেজ মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একাধিক মামলার আসামি গ্রেপ্তারকৃত তরিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তরিকুল ইসলাম ও তার সহযোগী মিজানুর রহমানকে চারটি ককটেল, ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।