বিনোদন ডেস্ক : ভালোবাসা বয়স দেখেনা। বয়সে ছোট ছেলে ,বড় মেয়েকে ভালবাসতেই পারে। এটা এখন একটা ট্রেন্ড, আমিও এটাকে সাপোর্ট করি। এজ ইজ জাস্ট নাম্বার- বললেন টলিউডের মিষ্টি মেয়ে শ্রাবন্তী।
একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস, সম্মান থাকলে ভালোবাসা যায়। নতুন বছরে ভালোবাসা নিয়ে টিপস দিলেন শ্রাবন্তী। সম্প্রতি শ্রাবন্তির নতুন ছবি আজব প্রেমের গল্প প্রেস কনফারেন্সে বললেন শ্রাবন্তী। জি বাংলা অরিজিনালস এবং থিয়েটারে একইসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা রাজা চন্দের ছবি আজব প্রেমের গল্প।
এই প্রথম শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধেছেন বনি। গল্পের প্লট হলো অসমবয়সী প্রেম। বনি তার বয়সে ছোট হয়েও শ্রাবন্তীর প্রেমে পড়েন এই ছবিতে।
বনি বলেন, শ্রাবন্তী দি আমার অনেক দিনের ক্রাশ. উনার সাথে স্ক্রিন শেয়ার করে আমার একটা ইচ্ছে পূরণ হলো।
নির্মাতা রাজা চন্দ বলেন, শ্রাবন্তী এবং বনিকে জুটি হিসেবে উপস্থাপন করা টার মধ্যে একটি আজব ব্যাপার আছে। যাতে দর্শকেরাই দেখে আজব মনে করেন। এবং সিনেমাটার নামকরণ করা হয়েছে আজব প্রেমের গল্প। এই অরিজিনাল স্ক্রিপ্টে বনি এবং শ্রাবন্তীর অসম প্রেম সাথে কমেডি থাকবে, দর্শকেরা আশা করি উপভোগ করবেন।
আজব প্রেমের গল্প মুক্তি পাবে চলেছে ২০২০ সালের গ্রীস্মে। এই রোমান্টিক কমেডি সিনেমাতে আরও দেখা যাবে পল্লবী চ্যাটার্জি অরিন্দম গাঙ্গুলী এবং তন্নি লাহা রায় কেউ।