আগামী দুইদিন বৃষ্টি হবে, এরপর আবারও শৈত্যপ্রবাহ আসছে

অনলাইন ডেস্ক : রাজধানীসহ সারাদেশে ঘন কুয়াশার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা বেড়েই চলেছে। রাজধানীতে আজ রোদের দেখা মিললেও তাপমাত্রার পারদ এখনও নিম্নমুখী। আবহাওয়া অধিদপ্ততর বলছে, আগামী দুদিন বৃষ্টির পর আবারও শৈত্যপ্রবাহ আসছে। শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

আজ রাজধানীতে সকাল গড়িয়ে যখন দুপুর ছুঁই ছুঁই তখন মাত্র আড়মোড়া ভেঙে জেগেছে পৌষের সূর্য!

কুয়াশাচ্ছন্ন সকাল আর হিমেল বাতাস জানান দিয়েছে শীতের তীব্রতা। কিছু মানুষের কাছের উপভোগ্য হলেও শীত স্বস্তি কেড়ে নিয়েছে সুবিধাবঞ্চিত মানুষের।

সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে তাদের দুর্ভোগ।

তারা বলেন, শীতের জন্য কোনো কাজ করতে পারি না। কাজ ছাড়া বেকার বসে আছি।

সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের কাছে। পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির পর আবারও হতে পারে শৈত্যপ্রবাহ।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আগামীকাল এবং পরশুদিন দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে ঢাকা থেকে শুরু করে দক্ষিণাঞ্চলে হালকা এবং গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৩ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। সবচেয়ে বেশি শীত পড়ছে পঞ্চগড়, যশোর এবং রংপুরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *