ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে কথা বলতে চান অমিত শাহ

অনলাইন ডেস্ক : ভারতে ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার (এনপিআর) ঘিরে সৃষ্ট অচলাবস্থা কাটাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলতে চান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এ বিষয়ে মমতা ব্যানার্জি মনে করেন, এনপিআর হলো এনআরসির প্রথম ধাপ। তাই চলতি মাসে রাজ্যজুড়ে যে এনপিআর প্রশিক্ষণের কাজ শুরু হয়েছিল, তা স্থগিত করে দেন তিনি। এদিকে এনপিআর করবে না বলে জানায় কেরালাও। ফলে অনেকটাই অস্বস্তিতে পড়েছেন নরেন্দ্র মোদি-অমিত শাহ সরকার।
এদিকে গতকাল মঙ্গলবার টেলিভিশন চ্যানেলে অমিত শাহের কাছে জানতে চাওয়া হয়, সাংবিধানিকভাবে ভারতের কেন্দ্রীয় আইন বলবৎ করতে বাধ্য রাজ্য সরকারগুলো। তাই আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার অবস্থানে অনড় থাকলে সংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে। সে ক্ষেত্রে কী হবে?

এ সময় অমিত শাহ বলেন, আমি প্রয়োজনে পশ্চিমবঙ্গ ও কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। তাদের বোঝানোর চেষ্টা করব। তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *