Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

শক্তিশালী ভূমিকম্প কানাডায়

অনলাইন ডেস্ক : কানাডার পশিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ার উপকূলে ছয় দশমিক তিন মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বুধবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে গলফ টুডে এই তথ্য জানিয়েছে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা যায়, ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের হার্ডি বন্দর থেকে একশ ৭৭ কিলোমিটার পশ্চিমে ওই ভূমিকম্প আঘাত হানে। ভূ-পৃষ্ঠ থেকে এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের ফলে সুনামি হওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আলাস্কার জাতীয় সুনামি কেন্দ্র।

ইউরোপীয়ান-মেডিটেরেনিয়ান ভূমিকম্প কেন্দ্র জানায়, ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যানক্যুভার সমুদ্রবন্দর থেকে পাঁচশ ১৮ কিলোমিটার পশ্চিমে ওই ভূমিকম্প আঘাত হানে।

Exit mobile version