বিনোদন ডেস্ক : ২০০০ সালে ‘রিফিউজি’ ছবিতে অডিশন ছাড়াই অভিনয়ের সুযোগ পেয়েছিলেন কারিনা কাপুর। ওই ছবির মধ্য দিয়েই বলিউডে পা রেখেছিলেন তিনি। এরপর দীর্ঘ ১৯ বছরে উপহার দিয়েছেন একাধিক ব্যবসা সফল ছবি। কিন্তু এতদিন পরে এসে প্রথমবার সিনেমার জন্য অডিশন দিতে হলো কারিনাকে। শুধু আমিরের জন্য এটা সম্ভব হয়েছে বলে জানান কারিনা।
‘ফরেস্ট গাম্প’ ছবির হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’য় আমিরের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুরকে। এই ছবির জন্য অডিশন দিতে হয়েছে কারিনাকে। কারিনা বলেন, ‘লাল সিং চাড্ডা আমার ক্যারিয়ারের একমাত্র ছবি যেখানে আমাকে অডিশন দিতে হয়েছে। আমি আমির ছাড়া পৃথিবীর আর কারও জন্য এই কাজ করবো না।’
আমিরের প্রশংসা করে কারিনা বলেন, ‘আমির খান আমার দেখা ভারতের সেরা সিনেবোদ্ধা। তার মতো মানুষের সঙ্গে পর্দায় একসঙ্গে কাজ করতে পারা আমার জন্য সম্মানের।’
কারিনা জানান তিনি আমিরের বড় ভক্ত। ১৯৮৯ থেকে তিনি আমিরের সিনেমা দেখেন। আমিরের সঙ্গে কাজ করার সময় কারিনা নার্ভাস হয়ে যান।
শুক্রবার মুক্তি পাচ্ছে কারিনার ‘গুড নিউজ’। এই ছবিতে আরও আছেন অক্ষয় কুমার, দিলজিত দোসান্ত এবং কিয়ারা আদভানি। ইন্ডিয়ান এক্সপ্রেস