
মাগুরা প্রতিনিধি : মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয় চত্বরে শুক্রবার বর্তমান ও প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সকালে আনন্দ র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রী কাজী রওশন আক্তার, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার জোয়ার্দার, পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট শাহিনা আক্তার ডেইলি ও অদিতি রহমান তৃষ্ণা।
পুনর্মিলনীতে দুই সহস্রাধিক বর্তমান ও প্রাক্তন ছাত্রী অংশ নেন। বর্ণাঢ্য র্যালির পাশাপাশি অনুষ্ঠান সূচির মধ্যে ছিল স্মৃতি চারণ মূলক আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।