যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক হত্যাকাণ্ড বেড়েছে, সবচেয়ে বেশি ক্যালিফোর্নিয়ায়

অনলাইন ডেস্ক : অন্য যে কোনো বছরের তুলনায় ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে সব থেকে বেশি হত্যাকাণ্ড হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ইউএসএ টুডে এবং নর্থইস্টার্ন ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রে ২০১৯ সালে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের তথ্য সংগ্রহের কাজ করেছে।

তারা তথ্য বিশ্লেষণ করে এ বছর যুক্তরাষ্ট্রে ৪১টি ঘটনায় মোট দু’শ ১১ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। যা অন্য যে কোনো বছরের চেয়ে তুলনামূলকভাবে বেশি। এই হিসেবে কেবল যেসব ঘটনায় অন্তত চারজন কিংবা তার বেশি মানুষ নিহত হয়েছেন, সেগুলোকে তালিকায় রাখা হয়।

এর মধ্যে চলতি বছরের মে মাসে ভার্জিনিয়া বিচে একই ঘটনায় ১২ জন এবং টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো শহরে একই ঘটনায় ২২ জন নিহতের ঘটনাকে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর যুক্তরাষ্ট্রে ৪১টি হত্যাকাণ্ডে ৩৩টিতেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয়েছে ক্যালিফোর্নিয়ায়।

এ বছর সে দেশে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও ২০১৭ সালে নিহতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে বিভিন্ন ঘটনায় দু’শ ২৪ জন নিহত হয়। আর সেটিই যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো বছরে সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ডের বছর। বন্দুকধারীর গুলিতে ২০১৭ সালে লাস ভেগাসে ৫৯ জন মারা গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *