অনলাইন ডেস্ক : আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের জন্য মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এতে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে অংশ নেওয়ার জন্য ডিএনসিসিতে ৫৪ জনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। একইসঙ্গে ডিএসসিসিতে দেওয়া হয়েছে ৭৫ জনকে।
আজ রবিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের জন্য মেয়র প্রার্থী হিসেবে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ফের আতিকুল ইসলামের নাম ঘোষণা করে আওয়ামী লীগ।
আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের তালিকাটি দেখুন নিচে স্ক্রল করে-