যশোরের অভয়নগরে চাঁদাবাজ গ্রুপ আটক

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার তালিকাভুক্ত সন্ত্রাসী শাহীন ফারাজীকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। অভয়নগর থানা পুলিশ সোমবার বিকেলে তাদের পৃথক অভিযানে গ্রেপ্তার করে। এর আগে গ্রুপটির দুজন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নওয়াপাড়া গ্রামের মৃত আবেদ ফারাজীর ছেলে শাহীন ফারাজী (৪৫), তার সহযোগি একই গ্রামের মধ্যপাড়ার নুরুল ইসলামের ছেলে রায়হান (২০), আবু বক্কার বিশ্বাসের ছেলে শফিকুল ইসলাম (২২) ও শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের আমির আলী মাঝির ছেলে আকাশ ওরফে উজ্জ্বল (৩০)। এর আগে রবিবার গোপালগঞ্জের মকছেদপুর যাত্রাবাড়ী গ্রামের গাউছ ঘরানীর ছেলে মশিউল (২৫) ও নওয়াপাড়া গ্রামের ইয়াজ গাজীর ছেলে মহির হোসেনকে (২৫) আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক সোমবার চারজনকে গ্রেপ্তার করা হয়।

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, গ্রেপ্তার করা সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছিল। তারা সুব্রত বাইন অথবা চরমপন্থী দলের নাম ব্যবহার করে টাকা আদায় করতো। গত ২৭ নভেম্বর নওয়াপাড়া গ্রামের কয়লা ব্যবসায়ী শরিফুলের কাছে চাঁদা দাবি করে শাহীন ও তার সহযোগীরা। টাকা না পেয়ে তারা বোমার বিস্ফোরণ ঘটায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *