পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোলে বাংলায় লেখা কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোলে নামফলকে অন্য ভাষার সঙ্গে বাংলা লেখার কার্যক্রম শুরু হয়েছে। পৌরসভার প্রধান কার্যালয়ের কর্মকর্তার নামফলকে অন্য ভাষার সঙ্গে বাংলা লেখা শুরু করে দিয়েছেন মেয়র জিতেন্দ্র তেওয়ারি ।

মেয়র জিতেন্দ্র তেওয়ারি আগেই জানিয়েছিলেন, ইংরেজির নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে পৌর এলাকায় সমস্ত অফিসের বোর্ডে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

জানা গেছে, অফিসের বোর্ডে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার ইতিমধ্যেই এই সিদ্ধান্ত পৌরসভার বোর্ড মিটিংয়ে সর্বসম্মতিক্রমে পাসও হয়ে গেছে। তারই প্রথম পদক্ষেপ হিসাবে রবিবার আসানসোল পৌরসভার প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের নামের ফলকে বাংলায় লেখা বোর্ড লাগানোর কাজ শুরু হয়ে গেল। বিভাগের নামও বাংলায় লেখা হচ্ছে।

আজ সকালে মেয়র নিজে এসে এই কাজের তদারকি করেন।

মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, ‌১ জানুয়ারি থেকে সমস্ত পৌর এলাকায় সাইনবোর্ডে অন্য ভাষার সঙ্গে বাংলা ভাষা লেখা বাধ্যতামূলক করা হচ্ছে। শুধু এই অফিস নয়, পৌরসভার সব বড় অফিসেও বাংলায় লেখা বোর্ড লাগাতে বলা হয়েছে। আমরা চাই অন্য ভাষার সঙ্গে বাংলা ভাষার ব্যবহার আরও বেশি করে হোক।সূত্র:আজকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *