বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়

অনলাইন ডেস্ক : ভারতের নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফের রাজপথে মিছিল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে লড়তে দেশবাসীকে একজোট হওয়ার আহবান জানিয়েছেন তিনি।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে কলকাতা পেরিয়ে পুরুলিয়ায় সোমবার মিছিল শুরুর আগে বিজেপির উদ্দেশে মমতা বলেছেন, এনআরসির নামে দেশ থেকে মানুষকে বিতাড়িত করার চক্রান্ত করছে বিজেপি। এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলকে আহ্বান জানাচ্ছি। জোট বাঁধুন, তৈরি হোন। সারা দেশে বিজেপিকে একা করে দিন।

উনিশের লোকসভা নির্বাচনের প্রাক্কালে মোদি সরকারকে হঠাতে বিরোধী ঐক্যের অন্যতম পুরোধা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শেষমেশ বিরোধী শক্তিকে হারিয়েই দিল্লির মসনদে বসেন মোদি-শাহরা। এরপর এনআরসি ও সিএএ ইস্যুতে আবারও বিজেপির বিরুদ্ধে সকলকে একজোট হওয়ার বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে বিরোধী ঐক্যের ছবি ধরা পড়েছে রবিবার ঝাড়খণ্ডে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠান ছিল কার্যত বিরোধী ঐক্যের মঞ্চ। এই প্রেক্ষিতে জনগণের উদ্দেশে মমতার এই বার্তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

মিছিল শুরুর আগে মমতা বলেন, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এই প্রতিবাদ জারি থাকবে। এই আন্দোলন গণতন্ত্র রক্ষার আন্দোলন। কাউকে তাড়ানোর অধিকার বিজেপির নেই। দেশের সব জায়গায় এই আন্দোলন হচ্ছে। ছাত্ররাও আন্দোলনে শামিল হয়েছেন। তাই তাঁদের ভয় দেখানো হচ্ছে। দেশের স্বাধীনতা আজ বিপদের মুখে।

প্রসঙ্গত, নাগরিকত্ব আইনের বিরোধিতায় প্রথম থেকেই সোচ্চার তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ জানুয়ারি শিলিগুড়িতে একই ইস্যুতে পথে নামার কথা রয়েছে তাঁর। এর আগে কলকাতায় চারটি ও হাওড়া থেকে কলকাতার ডোরিনা ক্রসিং পর্যন্ত সিএএ-এনআরসি বিরোধী মিছিল করেছে রাজ্যের শাসক দল। দলনেত্রীর নির্দেশে প্রতিটা জেলা, বিধানসভা ও ব্লকে নাগরিকত্ব আইনের প্রতিবাদে পদযাত্রা হয়েছে। সূত্র:ইন্ডিয়ানএক্সপ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *