নাটোরের নলডাঙ্গায় ৫ চোরাকারবারি আটক

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় ট্রেনের চোরাই জ্বানালি তেল, নগদ টাকাসহ ৫ চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব। আজ সোমবার সকালে উপজেলার বাসুদেবপুর রেলষ্টেশন ও বাজারে অভিযান চালিয়ে ৩ হাজার ৬৫০ লিটার জ্বানালি তেল, নগদ ৭ হাজার ৪৮০ টাকা, দুটি মোবাইল ফোনসহ এ চোরাইকারবারির সাথে জড়িত ৫ জনকে আটক করেন।

আটককৃতরা হলেন, বাসুদেবপুর গ্রামের মৃত অনুপ কুমারের ছেলে আশরাফুল ইসলাম মহসিন (৩৮), নওগাঁর আত্রাই থানার উচল কাশিপুর গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে আব্দুল বারেক (৫০), বাসুদেবপুর মাষ্টার পাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩২), একই গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০), লুৎফর রহমানে ছেলে মুক্তার প্রামানিক (৩০)।
র‌্যাব-৫,রাজশাহীর সিপিসি-২,নাটোর ক্যাম্পের একটি অপারেশন দলের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি এসএম জামিল আহমেদ জানান, দীর্ঘদিন থেকে একটি চক্র বাসুদেবপুর রেলষ্টেশনে ট্রেন থেকে জ্বানালি তেল চোরাইভাবে নামিয়ে বিক্রি করে আসছিল। এ চক্রকে ধরতে রবিবার সকালে উপজেলার বাসুদেবপুর রেলষ্টেশন ও বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩ হাজার ৬৫০ লিটার জ্বানালি তেল, নগদ ৭ হাজার ৪৮০ টাকা, দুটি মোবাইল সেটসহ এ চোরাইকারবারির সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ট্রেনের জ্বানালি তেল পাচার করার অভিযোগ এনে মামলা দায়ের করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *