আলোচিত বলিউডের তারকারা

বিনোদন ডেস্ক : শাহরুখ-মোদির সেলফি থেকে ‘কবীর সিং’, বলিউডে এই বছর অনেক শিরোনামই এসেছে। সেগুলোর মধ্যে কয়েকটি অনেকদিন আলোচনায় থেকেছে সোশ্যাল মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ার বাইরেও। এক নজরে দেখে নেওয়া যাক তার কয়েকটি-

অক্ষয়ের নাগরিকত্ব

এই বছর অক্ষয়কুমার বার বার ট্রোলড হয়েছেন তার নাগরিকত্ব নিয়ে। তার কারণ আর কিছুই নয়, বিজেপি রাজনীতির প্রতি তার সহমর্মিতা। নেটিজেনরা বার বার তাকে মনে করিয়েছেন যে এখনও তিনি কানাডার নাগরিক। তার কাছে ভারতীয় পাসপোর্টই নেই। যদি তিনি ভারতীয় জাতীয়তাবাদকে এতটাই সমর্থন করেন, তবে কেন তিনি সেদেশের নাগরিকত্ব ছেড়ে এদেশের নাগরিকত্ব নিচ্ছেন না, এই নিয়ে প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

প্রতিবাদে বলিউড নারী

বলিউড ছবিতে এই বছর পর্দায় যেমন অত্যন্ত শক্তিশালী নারী চরিত্রদের দেখা গিয়েছে, তেমনই পর্দার বাইরে, বাস্তবের নানা ইস্যুতে প্রতিবাদী হয়েছেন স্বরা ভাস্কর, রিচা চাড্ডা এবং দিয়া মির্জা। পুরুষরা যে প্রতিবাদ করেননি তা নয়, কিন্তু অভিনেত্রীরাও পিছিয়ে থাকেননি।

অনুরাগ ও টুইটার

অনুরাগ কাশ্যপের মোদি-বিরোধিতার জন্য পরিবারের সদস্যদের বার বার হুমকি দেওয়া হচ্ছে। তাদের ওপর আক্রমণ আসতে পারে, এই ক্ষোভ উগরে দিয়ে টুইটার থেকে বিদায় নিয়েছিলেন অনুরাগ কাশ্যপ বছরের মাঝামাঝি। কিন্তু সম্প্রতি সিএএ প্রতিবাদের ঢেউয়ে তিনি টুইটারে ফিরেছেন। ২০২০ সালেও তিনি সরব থাকবেন, এমনটাই আশা।

কঙ্গনার ট্যাক্স মন্তব্য

তিনি বরাবরই বিতর্কের রানি। কিন্তু সিএএ ইস্যুতে তার ট্যাক্স নিয়ে মন্তব্যটি বিপুল ঝড় তুলেছিল সম্প্রতি। তিনি বলেছিলেন, এদেশে মাত্র কয়েকজন মানুষই ট্যাক্স দেন আর বাকিরা তাদের ওপর নির্ভরশীল। এই মন্তব্যের পরে তাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। আগামী বছর তিনি কী কী বলেন, তার অপেক্ষা রইল।

শাহিদ কাপুর, কবীর সিং

মিটু আন্দোলন যে সময় অনেকটা বড় আকার নিয়েছে, সেই সময়ে ‘কবীর সিং’-য়ের মতো একটি ছবি দর্শকের একাংশের কাছে বেশ বড়সড় ধাক্কা ছিল। ২০১৯ সালে সবচেয়ে বেশি ব্যবসা করেছে যে ছবিগুলো তার মধ্যে যেমন থাকবে ‘কবীর সিং’। পাশাপাশি এই ছবির জেরে শাহিদ কাপুরকে যে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, সেগুলোও থাকবে কারণ ছবির চরিত্রটি যেমন আগ্রাসী, তেমনই উগ্র পৌরুষ রয়েছে তার মধ্যে।

মোদি-খান সেলফি

দুই খানের সঙ্গে নরেন্দ্র মোদির সেলফি নিয়েও কম কথা হয়নি। অথচ কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার আসার পর থেকে এতদিন পর্যন্ত কিন্তু শাহরুখ খান ও আমির খান দুজনেই দূরত্ব বজায় রেখেছিলেন। এমনকি মোদি-বিরোধিতার জন্য আমির খান ও কিরণ রাওকে সোশ্যাল মিডিয়ায় অনেক হেনস্থাও হতে হয়েছে।সূত্র:ইন্ডিয়ানএক্সপ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *